বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

২৭ মে, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোটরসাইকেলের ধাক্কায় রিকশা চালক বাচ্চু মন্ডল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে জনি মন্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করে। নিহত বাচ্চু মন্ডল নওগাঁ সদর উপজেলার খাট্টা সাহাপুর গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে।

জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া রেলওয়ে রেস্ট হাউজ এলাকায় অজ্ঞাত এক যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন। এসময় ওই মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চলন্ত একটি রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশাচালক সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। ওই দিন সন্ধ্যা ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিকশার যাত্রী শুকুর আলীও গুরুতর আহত হয়েছেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।