ময়মনসিংহে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

২৭ মে, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় ডোবার পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোয়াইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও একই এলাকার প্রবাসী রুপচাঁন মিয়ার মেয়ে তাহমিনা (১০)। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে তিন শিশু বাড়ির পাশে মাছচাষের (ফিসারির) জন্য করা ডোবার পানিতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে জুনায়েদ ও তাহমিনা পানিতে তলিয়ে যায়।

এ সময় সঙ্গে থাকা অপর শিশুটি বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন এসে দুই শিশুকে পানি থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। ওমর ফারুক বলেন, বিষয়টি ভালুকা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আসছে।