সারাদিনে হাসপাতালে ১৭১২ ডেঙ্গু রোগী ভর্তি

০১ আগস্ট, ২০১৯

 

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে দেশের ৬৩ জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৭১২ জন রোগী ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। কন্ট্রোল রুমে সূত্রে জানা গেছে, এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১৩ জন। এরমধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬১৪ জন। এছাড়া সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৪ জনের।