বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রথম ইলিশ রফতানি শুরু

১৪ সেপ্টেম্বর, ২০২০

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুরু হচ্ছে। সোমবার সকালে বেনাপোল বন্দরে ১২ হাজার কেজি ইলিশের প্রথম চালান পৌঁছায়। যার রফতানি কারক জাহানারা সিফুড লিমিটেড খুলনা ও আমদানি কারক ভারতের জে কে ইন্টারন্যাশনাল।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম ও আমদানিকারক প্রতিনিধি রুবায়েত হোসেন রুবাই বলেন, বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় বন্ধু প্রতিম দেশ ভারতে ১ হাজার ৪‘শ ৪৫ মেট্রিকটন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বেনাপোল বন্দরে প্রথম চালানে ২টি ট্রাক যোগে ১২ হাজার কেজি ইলিশের চালান এসেছে। বন্দর ও কাষ্টমসের অফিসিয়াল কার্যক্রম শেষে ও মৎস্য অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই ভারতে মাছ রফতানি প্রক্রিয়াধীন আছে। পর্যায় ক্রমে অবশিষ্ট ইলিশ ভারতে রফতানি হবে।