আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

১৬ সেপ্টেম্বর, ২০২০

করেনাভাইরাসের কারণে এতদিন যাবৎ ট্রেনে ৫০ শতাংশ টিকিট বিক্রি করে ৫০ভাগ যাত্রী নেওয়া হতো।আজ বুুধবার থেকে শতভাগ টিকিট বিক্রি করে শতভাগ যাত্রী নেওয়া হবে। এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। শতভাগ টিকিট বিক্রি করে শতভাগ যাত্রী উঠানো হবে।  

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় রেলপথ বিভাগের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান  জানান, বুধবার থেকে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করা হবে এবং শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে।এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে।