ডোপ টেস্ট করে মাদকসেবী ধরছে সাতক্ষীরা পুলিশ

১৯ সেপ্টেম্বর, ২০২০

সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে অভিযানে নেমেছে  জেলা পুলিশ ।তরুণ-তরুণী যুবক-যুবতী কাউকে সন্দেহ হলে ডোপ টেস্টের করানো হচ্ছে। এ সন্দেহের তালিকা থেকে বাদ পড়ছে না স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও। পরীক্ষায় কারো দেহে মাদকের উপস্থিতি প্রমাণিত হলেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। এ পর্যন্ত ভোমরা সিমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কলেজ শিক্ষার্থীসহ ৩৮জন সন্দেহভাজনকে আটক করে থানা আনা হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করলে ১৬ জনের রক্তে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া যায়।