চৌগাছা পৌরসভায় ৪১ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মান কাজের উদ্বোধন

০৬ অক্টোবর, ২০২০

যশোরের চৌগাছা পৌরসভায় ৪১ কোটি টাকা ব্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার  দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় এই প্লান্টের নির্মান কাজের উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই সেনিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মীর আব্দুস শাহীদ ।এ সময় আরও উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই সেনিটেশন প্রকল্পের আওতায় দেশের মোট ৩০টি পৌরসভায় বাংলাদেশ সরকার, বিশ^ ব্যাংক ও এআইআইবি –এর অর্থায়নে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মান কাজ হচ্ছে। খুলনা বিভাগের মধ্যে যশোরের চৌগাছা ও মেহেরপুরের গাংনী পৌরসভায় শুধুমাত্র এই প্রকল্পের কাজ হচ্ছে।