নাট্যকার আতাউর রহমান করোনায় আক্রান্ত

০৭ অক্টোবর, ২০২০

বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন।  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বাইজিদ ও অভিনেতা  চন্দন রেজা  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার এই গুণী অভিনেতাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য তিন সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

একুশে পদকজয়ী আতাউর রহমান গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন, ২ হাজার প্রদর্শনীতে অভিনয় করেছেন।