২৪ ঘণ্টায় ১৬১৫ জন ডেঙ্গু আক্রান্ত

১৯ আগস্ট, ২০১৯

সারা দেশে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিন মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। এরইমধ্যে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়  সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জেলায় চার জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।