কাবুলে বোমা বিস্ফেরণে ডেপুটি গভর্নর নিহত

১৫ ডিসেম্বর, ২০২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাবুলের ডেপুটি গভর্নর ও তার সহযোগী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার গাড়িতে বোমা যুক্ত করে রাখা হয়েছিল। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়।

কাবুলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা মাহবুবুল্লাহর গাড়ির সাথে একটি স্টিকি বোমা যুক্ত করে দিয়েছিলেন। যেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। তবে এই হামলায় দায় এখনো কোনো উগ্রবাদী গোষ্ঠী স্বীকার করেনি। সূত্র : রয়টার্স ও টোলানিউজ