ভারতে করোনার টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

২১ জানুয়ারী, ২০২১

ভারতে কোভিড-১৯ এর টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন এক ভবনে আগুনে লেগেছে। তবে বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডে কোভিশিল্ড টিকা উৎপাদনের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করা হয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের পুনেতে অবস্থিত এই ইনস্টিটিউটটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ফার্মা অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় কোভিড-১৯ প্রতিরোধে কোভিশিল্ড টিকা তৈরিতে কাজ করে আসছে।

আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। তবে নির্মাণ কাজ থেকেও এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আগুন লাগা ভবন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তে দেখেছেন।

অগ্নিনির্বাপণ সংস্থার এক কর্মী বলেন, ‘ওই ভবনে চারজন লোক আটকে পড়েছিল... এখন পর্যন্ত আমরা তিনজনকে উদ্ধার করেছি যদিও বিপুল ধোঁয়া আগুন নিয়ন্ত্রণের কাজকে বাধাগ্রস্ত করেছে।’‘বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী’ দাবি করা সেরাম ইনস্টিটিউট পুনেতে এক শ’ একর আয়তনের সদর দফতর থেকে তার কার্যক্রম চালিয়ে আসছে।

সূত্র : এনডিটিভি