তাইজুলের আঘাত দিয়ে তৃতীয় দিন শুরু করল টাইগাররা

০৫ ফেব্রুয়ারি, ২০২১

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম বলেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন তাইজুল ইসলাম।  আগের দিনের অপরাজিত থাকা এনক্রুমাহ বোনার সেশনের প্রথম বলেই নাজমুল হাসান শান্তর হাতে বন্দী হয়ে সাজঘরে ফিরেন । 

এদিকে ৪০ ওভার ২ বলে নাঈম হাসানের শিকার হন ব্রাথওয়েট। আগের দিনে অপরাজিত থাকা ব্রাথওয়েট ১১১ বলে করেন ৭৬ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে আছেন কাইল মায়ার্স (৩২) ও জারমিন ব্লাকউড(৩৩)।

আগেরদিনের ব্যক্তিগত ১৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন বোনার। সেই রান আর বাড়াতে পারেননি তিনি। এর আগে ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল উইন্ডিজ। ব্যক্তিগত ৪৯ রান নিয়ে দিন শুরু করে ফিফটি তুলে নিয়েছেন ব্রাথওয়েট।  

মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান।