টিকা নিলেন অ্যাড. কামরুল ইসলাম

০৭ ফেব্রুয়ারি, ২০২১

সারা দেশে করোনাভাইরাসের  টিকা কার্যক্রমের  অংশ হিসেবে  আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধন করার সময়  ভ্যাকসিন নিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।    

টিকা নেওয়ার প্রতক্রিয়া জানাতে তিনি গণমাধ্যমকে  জানান, করোনা ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যাচার করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে; জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অপপ্রচারকারীদের মিথ্যাচার ভুল প্রমাণিত হয়েছে। 

জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম দিনে ৫২ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে। পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে।  

এদিকে রোববার সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।