যশোরে মোটরসাইকেল দুঘটনায় দুই বন্ধু নিহত

২৪ অক্টোবর, ২০২৫

যশোর প্রতিনিধি :: মোটরসাইকেল দুঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে ভাদড়া মোড় নামক স্থানে মাটি বোঝাইকৃত টলির পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এ দুই জন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু গ্রামের মন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেল নিয়ে চৌগাছা বাজারে ঘুরতে আসার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে দশটার দিকে রওনা হয়। পথিমধ্যে তারা ঝিকরগাছা সড়কের ভাদড়া মোড়ে পৌঁছালে মাটি বোঝাইকৃত টলির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।  এতে ঘটনা স্থলেই তারা দুইজন মারা যায়। 
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়।


 চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।