ড্রয়ের পথে পাল্লেকেলে টেস্ট

২৪ এপ্রিল, ২০২১

রান উৎসবের পাল্লায় ড্রয়ের পথে হাঁটছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পাল্লেকেলে টেস্ট। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫১২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল সাত উইকেটে ৫৪১ রান (ডিক্লিয়ার)। এখনো ২৯ রানে এগিয়ে বাংলাদেশ।

রবিবার ম্যাচের শেষ দিন। ম্যাচের ফল যেন সবার জানা হয়ে গেছে।

শনিবার সারাটাদিন ব্যাট করেছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। এই জুটি ভাঙতেই পারেনি বাংলাদেশের বোলাররা। ৩২২ রান করেও এই জুটি এখনো অবিচ্ছন্ন, বল খেলেছে ৫২৪।

তৃতীয় দিনে করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন শেষেও তারা দুজন অপরাজিত। দুজনের নামের পাশেই সেঞ্চুরি। লঙ্কান অধিনায়ক করুনারত্নেতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ২৩৪ রানে। বল খরচ করেছেন ৪১৯। চার হাঁকিয়েছেন ২৫টি। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এটি করুনার।

অন্যদিকে ১৫৪ রানে অপরাজিত আছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২৭৮ বলের ইনিংসে তিনি হাঁকান ২০টি চার। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি ধনাঞ্জয়ার।