ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল বন্দর দিয়ে ১৭৯ টন ৫০০কেজি অক্সিজেন আমদানি

২১ জুলাই, ২০২১

জরুরী সেবার অংশ হিসেবে ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল বন্দর দিয়ে ভারতে থেকে ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছে। বুধবার (২১ জুলাই) ৩টায় অক্সিজেনের গাড়ীগুলি প্রবেশ করে। আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো লিন্ডে বাংলাদেশ,পিওর, ও ইসপেক্টর।

লিন্ডে ৩ গাড়ীতে ৬০টন ৫৩ কেজি,পিওর ১ গাড়ীতে ১৪টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়ীতে ১০৪টন ৪২ কেজি মোটা ১১ গাড়ী ১৭৯টন ৫০ কেজি অক্সিজেন আমদানি করেছে।

বেনাপোল স্থল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বারি বলেন, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ আছে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বাড়তি।এমতাবস্থায় অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে এবং আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে ।