ঘরের মেঝের কালচে রং দূর করার ৫ উপায়

০২ সেপ্টেম্বর, ২০২১

প্রতিদিন ঘর মোছা হলেও মেঝে কিছুতেই ঝকঝকে থাকে না। দিন দিন যেন মেঝের উপর কালচে দাগ পড়ে যায়। ফলে ঘরের দেওয়াল, আসবাব পত্র সুন্দর হলেও, ঘরের মেঝে সব সাজগোজকে মাটি করে দেয়। অনেকেই মনে করেন, মার্বেলের মেঝে বা মোজাইকের মেঝেতে এই সমস্যা একেবারেই হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমনি মেঝের তুলনায় মার্বেল ও মোজাইকের মেঝে বেশি তাড়াতাড়ি রং হারায়। এই সমস্যা খুব সহজেই দূর করা যায়। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই মেঝেকে ঝকঝকে রাখতে পারবেন বহুদিন।

১) রোজ ফ্লোর ক্লিনার দিয়ে ঘর মোছার পর, একটা নরম তোয়ালে বা নরম কাপড় দিয়ে শুকনো করে ফের ঘর মুছে নিন। 

২) ঘর মোছার জলে এক ঢাকনি ভিনিগার মিশিয়ে নিন। এতে মেঝের কালো দাগ সহজেই দূর হবে।

৩) সাদা মার্বেলের মেঝে অনেক সময় হলদেটে হয়ে যায়। তারপিন তেলে অল্প নুন মিশিয়ে ভাল করে মার্বেল মুছে নিলে খুব সহজেই আবার ঝকঝকে হয়ে উঠবে।

৪) ঘর মুছতে ব্যবহার করুন সুতির কাপড়। দেখবেন ঘেরে মেঝে ঝকঝকে হয়ে উঠবে।

৫) ঘর মোছার জলে নিমপাতা সেদ্ধ করা জল মিশিয়ে নিন। এতে মেঝে যেমন ঝকঝকে হবে, তেমনি মশা, মাছির উপদ্রব থাকবে না।

ঘরের মেঝে মার্বেলের হলে বছরে অন্তত একবার পালিশ করুন। এতে মেঝে বেশিদিন ভাল ও ঝকঝকে থাকবে। অনেক সময়ই মেঝেতে জল পড়ে যায় বা বৃষ্টিতে ভিজে যায়, দেরি না করে নরম কাপড় দিয়ে মেঝে মুছে দিন। এতে মেঝের আয়ু বাড়বে।

সূত্র: সংবাদ প্রতিদিন