বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

১৮ সেপ্টেম্বর, ২০২১

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'। 'অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে রাব্বি মৃধার 'পায়ের তলায় মাটি নেই' ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'।

বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর বসছে ৬ অক্টোবর থেকে ১৫ই অক্টোবর। এবারই প্রথম বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে এই উৎসবে। 

'নো ল্যান্ডস ম্যান' ছবিতে বর্ণ, জাতীয়তা ও ধর্মীয় পরিচয়ের মতো বিষয় ছাড়াও সামাজিক বৈষম্যের নানা দিক তুলে ধরা হয়েছে। 'রেহানা মরিয়ম নূর' এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।