সেনাপ্রধানের মিয়ানমার সফর মঙ্গলজনক হবে:পররাষ্ট্রমন্ত্রীর

২৭ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তার মতে, এর ফলে আরেকটি লাইন অব নেগোসিয়েশন তৈরি হবে। আজ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আবদুল মোমেন বলেন, সেনাবাহিনী প্রধানের সফর আমাদের সপক্ষে যাবে। কারণ, মিয়ানমার আমাদের শত্রু দেশ নয়, বন্ধু দেশ। আমরা আলোচনার মাধ্যমে এটি (রোহিঙ্গা সমস্যা) সমাধান করতে চাই। আমরা বিভিন্ন কর্মপন্থা ও দূতিয়ালি করে যাচ্ছি, যাতে করে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যায়। মিয়ানমার সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অবস্থায় আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সেদেশে গেলে আমাদের জন্য মঙ্গল হবে। এর ফলে আরেকটি লাইন অব  নেগোসিয়েশন চালু হবে। আমরা এটাকে সাধুবাদ জানাই।