ক্লাস ফাঁকি দিয়ে টিকটক : স্কুল থেকে ছাড়পত্র পেল ৩ ছাত্রী

২২ আগস্ট, ২০২২

বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই নবম শ্রেণির ছাত্রী, তবে তাদের নাম প্রকাশ হয়নি।

সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবম শ্রেণির ওই তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটকে ব্যস্ত থাকতো। এছাড়া শ্রেণি শিক্ষকদের দেয়া মতামতে তাদের ক্লাস পারফরমেন্সও ন্যূনতম ছিল না। আমরা তাদের ঘুরে বেড়ানোর ভিডিও পেয়েছি। সেগুলো তাদের অভিভাবকদের সামনে তুলে ধরি এবং ছাড়পত্র দেয়া হয়।

প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, আমাদের কঠোর হতে হয়েছে কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ওপর পড়তে পারে। তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে-এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে চাইবে। তখন বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা লঙ্ঘিত হবে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
সূত্র : ইউএনবি