গোলশূন্য ড্র তে শেষ হলো পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ

২৩ নভেম্বর, ২০২২

ফিফা বিশ্বকাপ ফুটবলে কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও মেক্সিকো। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০ প্রথমার্ধে ৬২ শতাংশ বল দখলে রেখেছে মেক্সিকো ও বাকি ৩৮ বল দখলে রেখেছে পোল্যান্ড। প্রথমার্ধে মেক্সিকো ৪ টি শট নিলেও পোল্যান্ড কোনো শট নিতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের এক দারুণ সুযোগ পায় পোল্যান্ড। ম্যাচের ৫৫ মিনিটে মেক্সিকোর খেলোয়াড় মরেনো লেভানডফস্কিকে বাঁধা দিলে ভিএআর চেক করে পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। কিন্তু বিশ্বকাপ মানেই মেক্সিকোর গোলকিপার গিলের্মো ওচোয়ার অসাধারণ পারফরম্যান্স। ওচোয়া লেভানডফস্কির পেনাল্টি সেভ করেন। ১৯৬৬ সালের পর অচোয়া প্রথম মেক্সিকান গোলকিপার হিসেবে পেনাল্টি সেভ করলেন (শুট-আউট বাদে)। আর এ নিয়ে টানা তিন বিশ্বকাপে পেনাল্টি মিস করলো পোল্যান্ড। এরপর দুই দলই সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। তাই ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এই ড্র-য়ে বর্তমানে সি গ্রুপের দ্বিতীয় অবস্থানে পোল্যান্ড, মেক্সিকো আছে তিন নম্বর অবস্থানে। আর্জেন্টিনাকে হারিয়ে সবার ওপরে রয়েছে সৌদি আরব।