মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

২৩ মার্চ, ২০২৩

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার দিবাগত রাতে এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে মো. আ. খালেক তালুকদারকে (৭৩) গ্রেফতার করে।তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খারচাইল গ্রামের মৃত রুস্তম আলী তালুকদারের পুত্র।

২০১৫ সালে মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ দিন পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তাকেসহ অন্যদের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে মো. আ. খালেক তালুকদার ও আরও ৪ পলাতক আসামিকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে।

সূত্র : বাসস