ঝরেছে রক্ত ঝরুক রক্ত আমরা হারবোনা, সাথীদের রক্তে রাঙ্গা রাজপথ আমরা ছাড়বোনা’

০৭ মার্চ, ২০২০

 

 

এই প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোর হত্যাকান্ড দিবস পালিত হয়েছে।গতকাল শুক্রবার বিকালে শহরের  টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে প্রতিবাদী গান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় উক্ত স্থানে শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পন ও মশাল প্রজ্জলন করা হয়।

উদীচী জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য আ্যাড.মনিরুল ইসলাম,উদীচী জেলা সংসদের উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল ,আ্যাড.মাহমুদ হাসান বুলু ,উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব সহ উদীচী বোমা হামলায় নিহত ও আহতদের ন্বজনরা । বক্তারা দ্রুত এই হত্যাকান্ডের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ সম্মেলন চলাকালে বর্বরোচিত বোমা হামলায় ১০ জন নিহত হন এবং দুই শতাধিক আহত হন।