রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাব ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী দুর্ঘটনায় নিহত

২৫ এপ্রিল, ২০২০

পাবনা প্রতিনিধি : পাবনায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। প্রকল্পে কর্মরত অবস্থায় মাথার উপর বোম প্লেসার পড়ে তিনি মারা যান।

নিহত প্রকৌকশী হলেন পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলী খানের ছেলে আবদুল মবিন। মবিন রূপপুর প্রকল্পে ভারতীয় সাব ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ এর প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এই দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হলে তাকে প্রকল্পের মেডিকেল সেন্টাওে ভর্তি করা হয়। পওে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে দ্রæত রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধিন অবস্থায় রাত আটটার দিকে সেখানে তিনি মারা যান ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, যেহেতু তিনি রাজশাহীতে মারা গেছেন; সেহেতু সেখানে ময়না তদন্ত শেষে মৃতদেহ পাবনায় আসবে।

রুপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।