রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

০৯ আগস্ট, ২০২৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি অপটিক্যাল ইকুইপমেন্ট ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পুরো স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে বলে বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর বাইরে সের্গিয়েভ পোসাদ শহরে একটি অপটিক্যাল সরঞ্জাম কারখানায় শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। সেখানে থাকা লোকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যহত রয়েছে।

খবরে বলা হয়েছে, জাগোর্স্ক অপটিক্যাল-মেকানিক্যাল প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটেছে। এখানে রাশিয়ার সামরিক বাহিনীর উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবার জন্য অপটিক্যাল এবং ইলেকট্রনিক সরঞ্জাম ডিজাইন এবং উৎপাদন করা হয়।

জরুরি পরিষেবাগুলোর একটি সূত্র তাসকে জানিয়েছে, কারখানার বয়লার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।

তাস জানিয়েছে, কারখানার প্রাঙ্গনে থাকা ব্যক্তি ও সরঞ্জাম ব্যাপকভাবে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

স্থানীয় মিডিয়ায় বিস্ফোরণের পরবর্তী চিত্র ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিশাল ধোঁয়ার স্তুপ আকাশের দিকে উঠে যাচ্ছে।

প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে জানিয়েছে জরুরি পরিষেবার একটি সূত্র।