ডিজিটাল পদ্ধতিতে বিচারের জন্য হাইকোর্টে তিনটি বেঞ্চ গঠন

১০ মে, ২০২০

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি মামলার শুনানির জন্য হাইকোর্টে তিনটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রত্যেক বেঞ্চে একজন করে বিচারপতি বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি মামলার শুনানির জন্য গঠন করা তিনটি বেঞ্চের বিচারপতি ওবায়দুল হাসান, জাহাঙ্গীর হোসেন সেলিম এবং খুরশীদ আলম সরকার।

শনিবার এ বিষয়ে জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতে কীভাবে আদালত পরিচালিত হবে সে বিষয়েও নির্দেশনা জারি করবেন প্রধান বিচারপতি।

এছাড়া ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচারিক আদালত কীভাবে পরিচালিত করা যায় সে বিষয়েও তিনি দিক-নির্দেশনা দেবেন প্রধান বিচারপতি।