যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আলমগীর গ্রেফতার

১১ সেপ্টেম্বর, ২০২৩

যশোরের শার্শার কুখ্যাত মাদক কারবারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন ওরফে বাবু বা মহি সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৬, যশোর সিপিসি ৩ কোম্পানী অধিনায়ক মেজর সাকিব হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গত ১২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে আসামী আলমগীর হোসেন ওরফে বাবু সর্দার ওরফে মহি সর্দার (৫১) কে মাদক মামলায় গোপালগঞ্জের বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। তারপর থেকে পলাতক ছিল আলমগীর। র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ১০ সেপ্টেম্বর মধ্যরাতে যশোর কোতয়ালী থানাধীন মান্দারতলা বাজার সংলগ্ন বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সাজাপ্রাপ্ত আসামী আলমগীর হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো। এছাড়াও কুখ্যাত এই মাদক কারবারির বিরুদ্ধে যশোরসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, প্রতারণা ও একাধিক মাদক এবং নাশকতা মামলাসহ ১২টি মামলা বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।