আগামী সপ্তাহে হজের ব্যাপারে সিদ্ধান্ত

২১ জুন, ২০২০

করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছর হজ পালিত হবে কিনা এ ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে সৌদি আরব।

প্রতি বছর সারাবিশ্ব থেকে ২৫ লাখ মুসুল্লি পবিত্র মক্কা নগরীতে জড়ো হন হজ পালনের উদেশ্যে। কিন্তু চলতি বছর সেটা হবে কী হবে না, সেটা এখনো বলা যাচ্ছে না। আগামী ২৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু সৌদি আরবের সরকার চাচ্ছে এটা সামনে এগিয়ে নিতে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার যে হজ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরব হজে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।

রোববার থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে সরকার। তবে বাকি সব কড়াকড়ি বহাল থাকবে। আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে। সূত্র : বিবিসি