কুয়েতের নতুন আমিরের শপথ গ্রহণ

২০ ডিসেম্বর, ২০২৩

কুয়েতের ১৭তম আমির হিসেবে শপথ নিলেন শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ।স্থানীয় সময় বুধবার সকালে কুয়েত জাতীয় পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

শপথ নেয়ার পর নতুন আমির বলেন, আমাদের বাস্তবিক পরিস্থিতির বিষয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন, বিশেষ করে নিরাপত্তা, অর্থনীতি এবং জীবনযাত্রা সম্পর্কীয় বিষয়গুলোতে।এ সময় শেখ মিশেল আল-সাবাহ উপসাগরীয় এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষার ওপরও বিশেষভাবে জোর দেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন, আমার শাসন ক্ষমতা গ্রহণ শুধুমাত্র আলঙ্কারিক ব্যাপার নয়; বরং একটি আবশ্যকীয় মিশন বাস্তবায়নের জন্য। আমি আমার দেশ ও জনগণের প্রতি অনুগত থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।নতুন আমির জনগণকে ‘জাতীয় ঐক্য রক্ষা এবং সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : আলজাজিরা