সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর ভোট বর্জন

০৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) রবিবার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনজন। তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।

উল্লেখ্য, সারা দেশে রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।