ত্বক আদ্রতা হারালে করণীয়

১১ জানুয়ারী, ২০২৪

ত্বক যেকোন ঋতুতে আদ্রতা হারাতে পারে। কোনো কোনো ঋতুতে ত্বকের আদ্রতা অনেকাংশে হারিয়ে যায়। বিশেষ করে শীতঋতুতে ত্বক আদ্রতা হারায়। ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে অল্প বয়সেই বলিরেখা পড়ে যায়।

যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে: ত্বক আদ্রতা হারাতে শুরু করলে কয়েকটি পরিবর্তন দেখা দেবে। যেমন-