পিরোজপুরে বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

০৭ ফেব্রুয়ারি, ২০২৪

পিরোজপুরের নাজিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিক আহম্মেদ এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খাইরুল বাশার শামীম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) হাইকোট থেকে একই মামলায় আগাম জামিন নিয়েছের উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ বিএনপির ১৯ নেতাকর্মী।

হাইকোর্টের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল ওই আগাম জামিনের তথ্য নিশ্চিত করে জানান, বিচারক বিচারপতি মো. হাবিবুল গনী ও আহমেদ সোহেলের বেঞ্চে তাদের জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, সরকারি  দলের কর্মী কবির হোসেন ২০২৩ সালের ১১ নভেম্বর ১৭০ জনের বিরুদ্ধে মিথ্যা বিস্ফোরক আইন মামলা করেন।