সহকারী শিক্ষক পদে ১১৭ জনকে নিয়োগ দিতে রুল

১১ মার্চ, ২০২৪

শারীরিকভাবে অক্ষম ১১৭ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ মার্চ) এ বিষয়ে পৃথক দুটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সারাদেশের বিভিন্ন জায়গার ১১৭ জনের নিয়োগ বিষয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। আদেশের বিষয়টি তিনি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।