শিশু সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ড

শিশু সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি।

কিশোরগঞ্জে ৫ মাস বসয়ী ছেলেকে হত্যার দায়ে শিশুটির পিতা মো. মোস্তফাকে মৃতদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার আদালতে এ রায় দেন। 

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি মোস্তফা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দুধনই গজারিজুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২০ মে বিকেলে স্বামীর সাথে মোবাইল কেনা নিয়ে ঝগড়া হয় স্ত্রী রোজিনার। এর জের ধরে ওইদিনই সন্ধ্যা ৭টার দিকে মোস্তফা তাদের পাঁচ মাস বয়সের ছেলে আশিককে দুই পা ধরে আছাড় মারলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় প্রতিবেশীরা মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।