ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন ‍কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সকল ধরণে যান চলাচল বন্ধ করে দিয়েছে  বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  সোমবার রাত ৪টা থেকে ফেরিসহ সকল যান চলাচল বন্ধ করা হয়।  যার ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে শতাধিক গাড়ি।  বিপাকে পড়েছে যাত্রীরা । 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। ঘনকুয়াশায় পদ্মানদীতে দিক নির্ণয় করতে ব্যর্থ হয়ে এ সময় মাঝনদীতে চারটি ফেরি দুই শতাধিক গাড়িসহ আটকা পড়ে নোঙ্গর করে আছে।

তিনি আরো জানান, তবে কুয়াশা কেটে যাওয়ার পর  সিরিয়াল অনুযায়ী সকল প্রকার যানবাহন পারাপার করা হবে।