৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল ভাটায় ইট বিক্রয় বন্ধের ঘোষণা

৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল ভাটায় ইট বিক্রয় বন্ধের ঘোষণা

ছবি : প্রতিনিধি

ইট পোড়ানো আইন ২০১৩ এর একটি উপধারা বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি নির্দেশনা মোতাবেক তারা ইট ভটা পরিচালনা করছেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের একটি উপধারা তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই ধারাটি বাতিলের দাবি জানান তারা।

এছাড়া ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল জেলার ভাটা মালিকদের ইট বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দেন। সুষ্ঠু সমাধান না পেলে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সকল ভাটায় ইট প্রস্তুত বন্ধ রাখা হবে বলেও জানান তারা।মানববন্ধনে জেলার সব ভাটা মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।