রাতের খাবার শেষ করা হলো না বাবা-মেয়ের

রাতের খাবার শেষ করা হলো না বাবা-মেয়ের

ফাইল ছবি

রাতের খাবার খাওয়া শেষ হতে না হতেই ঘরের উপর সিমেন্ট বোঝাই একটি  ট্রাক আঁছড়ে পড়ে কেড়ে নিল পিতা ও মেয়ের জীবন। 
নিহতরা হলেন- দিনমজুর পিতা  শাহ বাবু (৩৭) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১২)। 
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় পিতা ও মেয়ে মারা গেলেও অল্পের জন্য  বেঁচে গেছেন শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে সিমেন্ট বোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান।  তবে অল্পের জন্য প্রাণে বেঁচে  গেছেন তার স্ত্রী ও ছেলে। 
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানান