মাইক্রো-ট্রাক সংঘর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়ি চালক নিহত, দুই বিদেশি আহত

মাইক্রো-ট্রাক সংঘর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়ি চালক নিহত, দুই বিদেশি আহত

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক গাড়ি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা বিদ্যুৎকেন্দ্রের রুশ কর্মকর্তা শেরগেই গারজিনা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার(৯ফেব্ররুয়ারি) সকালে  উপজেলার গুনাইহাটী এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম তৌহিদুল ইসলাম সাগর(২৫)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে বিদ্যুৎকেন্দ্র থেকে গারজিনাকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। পথে গুনাইহাটী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসচালক মো. সাগর নিহত হন।