পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও মে মাসের বেতনের সিদ্ধান্ত আজ

পোশাক শ্রমিকদের  ঈদ বোনাস ও মে মাসের বেতনের সিদ্ধান্ত আজ

ছবিঃ সংগ্রহীত

 

করোনাভাইরাসের প্রভাবে কারণে বেশী ক্ষতির মধ্যে পড়েছে পোশাক শ্রমিকরা। অনেকে তাদের চাকুরি হারিয়েছে আর অনেকেই পাচ্ছেন না সময় মতো তাদের নায্য বেতন।গত এপ্রিল মাসে তারা তাদের বেতনের ৬৫% টাকা পেয়েছে।

আজ বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগে কবে দেওয়া হবে তা নির্ধারণ করতেই শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবেন সরকার-মালিকপক্ষ-শ্রমিকপক্ষের নেতারা।

গত ১০ মে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে রপ্তানিমুখী পোশাক খাতে অর্ডার স্থগিত ও বাতিল হয়ে যায়। কাজ না থাকায় অনেক মালিক সরকারি সাধারণ ছুটিতে কারখানা লে অফ ঘোষণা করেন। এরপর মার্চের বেতনের দাবিতে ছুটি চলাকালীন সময়েই শ্রমিকরা বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম ভবনে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক হয়। গত ৪ মে অনুষ্ঠিত সেই বৈঠকে এপ্রিল মাসে ৬৫ শতাংশ বেতনের সিদ্ধান্ত হয়েছে।