ব্যোমকেশ চরিত্রে আবার আবীর

ব্যোমকেশ চরিত্রে আবার আবীর

আবীর চ্যাটার্জি। ফাইল ছবি।

সাফল্য কে না চায়? যে কাহিনি পর্দায় আসলেই সাফল্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে এ পর্যন্ত যতগুলো ছবি হয়েছে, সবই হিট। একের পর এক ছবি হিট হয়েছে, পরিবর্তন হয়েছে প্রধান চরিত্রের মুখ ও পরিচালক।

আবীর চ্যাটার্জিকে নিয়ে ফের ব্যোমকেশের ছবি করার পরিকল্পনায় ভেঙ্কটেশ ফিল্মস। কেউ বলতেই পারেন, আবীরই তো ব্যোমকেশ ছিল। ব্যাপার হল, মাঝে পাল্লা একটু অন্য দিকে ভারী হয়েছিল। এসভিএফ-এর ঘর থেকে অরিন্দম শীলের চলে যাওয়ার পর ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ এবং নতুন পরিচালক নেওয়ার খবর শোনা যায়। সত্যান্বেষীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন, পরিচালক বিরসা দাশগুপ্ত, এমন কথা শোনা যাচ্ছিল। করোনা হানা না দিলে, এত দিনে হয়তো সে ছবির শুটিংও হয়ে যেত। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই বদলেছে। ব্যোমকেশ হচ্ছেন আবীরই, পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়।