চাঁদপুরে ২৫ হাজার তালগাছ রোপন কর্মসূচি শুরু

২৪ অক্টোবর, ২০২৩

গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে তালগাছ রোপণ করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

 

 

তিনি বলেন, এ বছর জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ২৫ দফা নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে তালগাছ রোপণ করেছেন। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে।

এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।

 

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন তালগাছ রোপণের এ কর্মসূচির আয়োজন করে।