ঝটিকা সফরে ঢাকায় শিংলা

১৮ আগস্ট, ২০২০

একদিনের জন্য গুরুপূর্ণ সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শিংলা। আজ মঙ্গলাবার বেলা ১১টার দিকে ঢাকায়  এসে পৌছান তিনি ।

এক দিনের এই সংক্ষিপ্ত সফরে তার বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সাথে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার কথা রয়েছে।

হঠাৎ কেন তার এই সফর, সে বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি।

করোনাভাইরাস পরিস্থিতি সামলানো এবং টিকার ব্যাপারে ভারতের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ঢাকার কর্মকর্তারা ধারণা করছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে মেগা প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ, অন্যদিকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে চ্যালেঞ্জ- এসব ইস্যুকে সামনে রেখেই  হর্ষ বর্ধন শ্রিংলার এই সফর। অনলাইন দ্য হিন্দুতে এক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নির্ভর সেচ বা কৃষি প্রকল্পে চীনের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে ঢাকা। শ্রিংলার সফরে এ বিষয়টি গুরুত্ব পাবে।