যশোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা

’বন্ধ হোক নারী নির্যাতন,সুনিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যে যশোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবার) বিকালে শহরের স্টেডিয়াম পাড়ায় এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

যশোর কোতয়ালী মডেল থানা আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আশরাফ হোসেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন,আপনারা কেউ ভয় পাবেন না। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাবেন। পুলিশ আপনাদের সাথে আছে আর থাকবেও।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপিলিটি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন,৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।