একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা: আরো তিনজন গ্রেফতার

একই পরিবারের চারজনকে  গলাকেটে হত্যা: আরো তিনজন গ্রেফতার

ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গলা কটে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে  সিআইডি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিসুর রহমান।

গ্রেফতারকৃতরা  হলেন কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুর রহমানের প্রতিবেশী এবং আসাদুল নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী।

এর আগে ঘটনার দিন নিহত শাহীনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন ১৬ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৫ অক্টোবর ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়নের খলসি গ্রামের  একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করে দুর্বত্ত্বরা। নিহতরা হলেন উপজেলার খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মাছ ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৩৯), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩৩), ছেলে সিয়াম হোসেন মাহী (১১) এবং মেয়ে তাসলিম সুলতানা (১০)।