মহানবী (স.)-কে অবমানা করায় যশোরে বিক্ষোভ

মহানবী (স.)-কে অবমানা করায় যশোরে বিক্ষোভ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোশকতায় মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে যশোরের মনিরামপুর বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) যশোরের মনিরামপুর উপজেলার উলামা পরিষদের আয়োজনে মনিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনারায় আবার সেখানে শেষ হয় । এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের সকল নেতৃবৃন্দ্রসহ সকল মুসল্লিরা।
   
সমাবেশে বক্তারা বলেন, তারা ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন। ফ্রান্স যে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তা ক্ষমার অযোগ্য। এর প্রতিবাদে তাদের উৎপাদিত সকল পণ্য বর্জনের আহবান জানান নেতৃবৃন্দ। একইসাথে মুসলিম রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে সংসদে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়।