হবিগঞ্জে ১৬ শহীদ পরিবারসহ ৪০টি পরিবারের মধ্যে বিএনপির ঢেউটিন বিতরণ

সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অসহায় ব্যক্তিদের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনাম, পৌর বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৬ জন শহীদসহ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ৪০টি অসহায় পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়