ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ আহত-১০

ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ আহত-১০

প্রতীকী ছবি।

ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলার পর যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। এর আগে মৌসুমী ফলের বাগানের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত: ১০জন আহত হয়েছে।

ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হর্টিকালচার সেন্টারে মৌসুমী ফলের বাগানের টেন্ডার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এই ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০ জনের অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেও গ্রেপ্তার হয়নি।

ছুরিকাঘাতে আহত দু’জনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ছাত্রলীগ কর্মী মুশফিক (১৮) এবং যুবলীগ কর্মী রবিউল ইসলাম (২৩)।

৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট দপ্তরের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিন জানান, রোববার (০১ নভেম্বর) ৪৫ টি আম গাছ, ২০টি লিচু গাছ ও ২৫টি বড়ই গাছসহ কয়েকটি মৌসুমী ফল গাছের ফল প্রতিবছরের ন্যায় এবারো টেন্ডারের ঘোষণা দেয় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হর্টিকালচার সেন্টার। সকাল ১০ টার দিকে টেন্ডার জমা দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা প্রায় দুপুর পর্যন্ত উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। টানা সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়। এসময় ১টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ১৪ জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে বলে সোমবার সকালে ওসি জানান। তবে কেও গ্রেপ্তার হয়নি।