মেয়াদত্তীর্ণ পন্য পুড়িয়ে ধ্বংস করেছে বেনাপোল কাস্টমস হাউস

মেয়াদত্তীর্ণ পন্য পুড়িয়ে ধ্বংস করেছে বেনাপোল কাস্টমস হাউস

ছবি: প্রতিনিধি

যশোর বেনাপোল কাস্টম কর্তৃক জব্দকৃত মেয়াদত্তীর্ণ পন্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।আজ দুপুরে বেনাপোল শিকড়ী ইট ভাটা ও বেনাপোল পৌরসভার আমড়াখালির ফাঁকা মাঠে এগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।

৬ টন বিভিন্ন প্রকার বাজি, মাদক দ্রব্য, শাড়ি, লবন, জুতা, কেমিক্যাল ও বিভিন্ন প্রকার পন্য ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার  আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, উপ-কমিশনার শামীমুর রহমান, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনর্চাজ তৌহিদুর রহমান এছাড়াও আনছার, বিজিবি, ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।