কুষ্টিয়া ২৭ লাখ নকল বিড়ি জব্দ

কুষ্টিয়া ২৭ লাখ নকল বিড়ি জব্দ

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ ২৭ লাখ বিড়ি জব্দ করে।

কুষ্টিয়ায় সাতাশ লক্ষ পূণঃব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত মনোমহন বিড়ি জব্দ করেছেন রাজস্ব কর্মকর্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার রাগেশ্বর বাজার এলাকা থেকে এ বিড়ি গুলো জব্দ করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা মো. নওশের আলী মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু নকল বিড়ি  বাজারজাত করণ করা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে নকল বিড়ি গুলো জব্দ করার জন্য  আমরা আগে থেকে নির্দিষ্ট স্থানে অবস্থান করি। আনুমানিক মধ্যরাতের দিকে নকল বিড়িবাহী পিকআপটি যখন  জগেশ্বর বাজার এলাকায় পৌছায় তখন আমরা পিকআপটি  থামিয়ে পরিবাহিত বিড়ি সম্পর্কে জানতে চাইলে গোপন সংবাদের তথ্যের সাথে মিলে যায়। তখন বিড়িগুলো জব্দকরা হয়। আর গাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত বিড়িগুলোর বর্তমান বাজার মূল্য ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা। যা থেকে সরকারের রাজস্ব আদায় হতো ৮ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। জব্দকৃত বিড়ি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হচ্ছে বলে তিনি জানান।