যশোরে হিন্দুমহজোদের মাননববন্ধন

যশোরে হিন্দুমহজোদের মাননববন্ধন

প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়ী ঘরে হামলা,লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু ছাত্রদের বহিস্কারের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে যশোরে।

আজ শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন,কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার জনৈক ফ্রান্স প্রবাসীর ফেসবুক আইডিতে ফ্রান্স প্রেসিডেন্ট এর কার্যক্রমকে প্রশংসা করে লেখা একটি পোষ্টকে ইসলাম ও নবীর অপমান প্রচার করে গত ৩১ অক্টোবর উক্ত এলাকায় ইউপি চেয়ারম্যান মনোজ কুমার শিব ও শিক্ষক শঙ্কর দেবনাথের বাড়ী সহ কয়েকটি বাড়ী ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ , মন্দির ও প্রতিমা ভাংচুর করে সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে। উক্ত ঘটনায় ভিকটিমদের ক্ষতিপূরন,হামলাকারী ও অগ্নিসংযোগকারী , লুটপাটকারী সকল আসামীদের গ্রেফতার করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার,বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে মিথ্যা অজুহাতে বহিস্কৃত ছাত্রদের বহিস্কার আদেশ প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সকল আসামীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে জাতীয় সংসদের হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুণঃ প্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা । এ সময় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক রনজিৎ দাস। মানবন্ধনে  জাতীয় হিন্দু মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুুরুষ অংশগ্রহন করেন।